ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

স্বপ্নের ইউরোপ : ০৬

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৬
  • ৩৮৮ বার

আশরাফুল মোসাদ্দেক

ইউরোপীয় ইউনিয়নের হৃৎপিণ্ড বলা যায় ৮২ মিলিয়ন জনসংখ্যার (এর মধ্যে ১৫ হলো অভিবাসী) ফেডারেল রিপাবলিক অব জার্মানিকে যার জনঘনত্ব ২৩০ জন প্রতি বর্গ কিলোমিটারে। এর আয়তন প্রায় ৩৫৭,০২২বর্গ কিমি যেখানে বয়ে গেছে রাইন (সর্ববৃহৎ ৮৬৫কিমি), দানিয়ুব এবং এলবে এর মতো বিখ্যাত নদী। আলপস পর্বতমালা, নর্থ সী, বালতিক সাগর এর শোভামণ্ডিত দেশ এই জার্মানি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল হিসেবে জার্মানি Federal Republic of Germany (FRG) ও German Democratic Republic (GDR) এ দুভাগে বিভক্ত হয়ে পড়েছিল। ৩ অক্টোবার ১৯৯০ সালে দুই জার্মান আবার একত্রিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি হলো জার্মানির এবং পৃথিবীর মধ্যে চতুর্থ। জার্মানি হল পৃথিবীর দ্বিতীয় শক্তিশালীতম রপ্তানিকারী জাতি। এখানে প্রায় ৩৭০টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আছে এবং এ পর্যন্ত কমবেশি ৮০ জন বিভিন্ন আঙ্গিকে নোবেল পুরষ্কার পেয়েছে।

জার্মানি হলো সেই দেশ যেখানে Goethe, Schiller, Karl Marx, Thomas Mann, Günther Grass, Bach, Wagner, Beethoven এর মতো মহাগুণীজন জন্মগ্রহণ করেছেন। এখানে আছে ৩০০টি থিয়েটার, ১৩০টি প্রফেশন্যাল অর্কেস্ট্রা, ৬৩০টি মিউজিয়াম, ১৪টি জাতীয় পার্ক, ১০১টি প্রাকৃতিক পার্ক আছে। প্রতিবছর প্রকাশিত পুস্তকের গড় প্রায় ৯৪,০০০টি। জার্মান ভাষীর সংখ্যা পৃথিবীতে এখন ১২০মিলিয়ন।

১৯৪৯ সাল থেকেই জার্মানে গণতন্ত্রের চর্চা শুরু এবং ১৯৯০ এর ইউনিফিকেশনের পর বর্তমানে ১৬টি ফেডারেল রাজ্য রয়েছে। ফেডারেল প্রেসিডেন্ট হলেন রাজ্যপ্রধান আর ফেডারেল চ্যান্সেলর হলেন সরকার প্রধান। জার্মানি এর মূল শহরগুলো হলো রাজধানী Berlin, Hamburg , Munich, Cologne, Frankfurt am Main ইত্যাদি। Zugspitze হলো জার্মানির সর্বোচ্চ পর্বত যার উচ্চতা ২,৯৬৩মি। শিক্ষা-সংস্কৃতি ফ্যাশনে জার্মানের জুড়ি নেই। জার্মানির জিডিপি মাথাপিছু 39717.70 ডলার এবং গড়আয়ু ৮০.৭বছর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

স্বপ্নের ইউরোপ : ০৬

আপডেট টাইম : ১২:২৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৬

আশরাফুল মোসাদ্দেক

ইউরোপীয় ইউনিয়নের হৃৎপিণ্ড বলা যায় ৮২ মিলিয়ন জনসংখ্যার (এর মধ্যে ১৫ হলো অভিবাসী) ফেডারেল রিপাবলিক অব জার্মানিকে যার জনঘনত্ব ২৩০ জন প্রতি বর্গ কিলোমিটারে। এর আয়তন প্রায় ৩৫৭,০২২বর্গ কিমি যেখানে বয়ে গেছে রাইন (সর্ববৃহৎ ৮৬৫কিমি), দানিয়ুব এবং এলবে এর মতো বিখ্যাত নদী। আলপস পর্বতমালা, নর্থ সী, বালতিক সাগর এর শোভামণ্ডিত দেশ এই জার্মানি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল হিসেবে জার্মানি Federal Republic of Germany (FRG) ও German Democratic Republic (GDR) এ দুভাগে বিভক্ত হয়ে পড়েছিল। ৩ অক্টোবার ১৯৯০ সালে দুই জার্মান আবার একত্রিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি হলো জার্মানির এবং পৃথিবীর মধ্যে চতুর্থ। জার্মানি হল পৃথিবীর দ্বিতীয় শক্তিশালীতম রপ্তানিকারী জাতি। এখানে প্রায় ৩৭০টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আছে এবং এ পর্যন্ত কমবেশি ৮০ জন বিভিন্ন আঙ্গিকে নোবেল পুরষ্কার পেয়েছে।

জার্মানি হলো সেই দেশ যেখানে Goethe, Schiller, Karl Marx, Thomas Mann, Günther Grass, Bach, Wagner, Beethoven এর মতো মহাগুণীজন জন্মগ্রহণ করেছেন। এখানে আছে ৩০০টি থিয়েটার, ১৩০টি প্রফেশন্যাল অর্কেস্ট্রা, ৬৩০টি মিউজিয়াম, ১৪টি জাতীয় পার্ক, ১০১টি প্রাকৃতিক পার্ক আছে। প্রতিবছর প্রকাশিত পুস্তকের গড় প্রায় ৯৪,০০০টি। জার্মান ভাষীর সংখ্যা পৃথিবীতে এখন ১২০মিলিয়ন।

১৯৪৯ সাল থেকেই জার্মানে গণতন্ত্রের চর্চা শুরু এবং ১৯৯০ এর ইউনিফিকেশনের পর বর্তমানে ১৬টি ফেডারেল রাজ্য রয়েছে। ফেডারেল প্রেসিডেন্ট হলেন রাজ্যপ্রধান আর ফেডারেল চ্যান্সেলর হলেন সরকার প্রধান। জার্মানি এর মূল শহরগুলো হলো রাজধানী Berlin, Hamburg , Munich, Cologne, Frankfurt am Main ইত্যাদি। Zugspitze হলো জার্মানির সর্বোচ্চ পর্বত যার উচ্চতা ২,৯৬৩মি। শিক্ষা-সংস্কৃতি ফ্যাশনে জার্মানের জুড়ি নেই। জার্মানির জিডিপি মাথাপিছু 39717.70 ডলার এবং গড়আয়ু ৮০.৭বছর।