গণফোরামের সভাপতি ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধে শহীদদের যে অবদান এটা নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। আমরা যা ভোগ করছি, তাদের (শহীদদের) জীবনের বিনিময়েই পেয়েছি। যা করছি, তাদের জীবনের বিনিময়ে করছি।
জাতীয় প্রেসক্লাবে রোববার মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মনজুর ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে দক্ষিণাঞ্চল’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ড. কামাল বলেন, তরুণদের মনে রাখতে হবে, তাদের ভবিষ্যৎও শহীদেরা করে দিয়ে গেছেন। আগে সাড়ে সাত কোটি মানুষ ছিল। সেটা এখন ১৬ থেকে ১৭ কোটি। কিন্তু যে অসম্ভব সম্ভব করে ১৬ ডিসেম্বর এনেছি, অনেক বাধা-বিপত্তি আসবে, তা অতিক্রম করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।
মানবকণ্ঠ