শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ অনেক দূর এগিয়ে গেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ হিসেবে ক্ষুধা, দারিদ্রমুক্ত ও উন্নয়নশীল সোনার বাংলা গড়ার জন্য দেশবাসীর পাশাপাশি প্রবাসীদেরও অবদান অনেক। প্রবাসীদের ছাড়া আগামীতে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই প্রবাসীদের নানা সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছেন বর্তমান আওয়ামী লীগ সরকার।’
বুধবার আরব আমিরাতের রাজধানীতে আবুধাবী কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের মত বিনিময় সভায় এমন মতামত ব্যক্ত করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জন প্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মিশন ২০২১ বাস্তবায়ন ও ২০৪১ সালের মাঝে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে যাওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে দেশ ও প্রবাসের সবাইকে স্ব স্ব স্থান থেকে কাজ করতে হবে।’
বুধবার দুপুরে আবুধাবীর ইন্টার কন্টিনেল্টাল হোটেলের বল রুলে আয়োজিত মতবিনিময় সভায় পরিষদের সভাপতি ইফতিখার হোসেন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির তালুকদারের পরিচালনায় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, ইউএই বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, শওকত আকবর, শেখ জায়েদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাবিবুল্লাহ খন্দকার, ড. রায়হান জামিল প্রমুখ।