’আমি আমার ধাঁচের কিছু করতে চাচ্ছি। ভিন্ন কিছু। যার মধ্য দিয়ে মানুষ আমাকে আলাদাভাবে চিনবে। সবমিলিয়ে গান নিয়ে থাকতে চাই আমি। এক স্বাক্ষাতকারে এসব জানান সঙ্গীতশিল্পী জান্নাত মিষ্টি।
কিশোরগঞ্জের মেয়ে মিষ্টির জীবনের স্বর্ণালি ছেলেবেলা কাটে নিজ শহরেই। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক আবহের মাঝে বেড়ে ওঠেছেন তিনি। ছায়ানটে গানের হাতেখড়ি হয় তার। ছায়ানটের পর ‘নতুন কুঁড়ি’। অনুষ্ঠানটিতে বেশ ভালোভাবেই তুলে ধরেন নিজের প্রতিভা। ঘরে উঠে আসে বেশ কয়েকটি পুরস্কারও। এরপর আস্তে আস্তে ছোট মেয়েটি বড় হয়ে ওঠে। স্বপ্নের আকাশে ইচ্ছার উড়াউড়ি আরও বিস্তৃত হতে থাকে। ২০১২ সালের ‘পাওয়ার ভয়েস’ প্রতিযোগিতায় সেরা ২০ এ জায়গা করে নেন তিনি। এখান থেকেই কিছুটা পরিচিতি আর প্লার্টফর্ম পেয়েছেন তিনি।
ফোক ধারার গান পছন্দ করেন মিষ্টি। কাজ করেছেন মাহমুদ সানির ‘অবাক ভালোবাস’ শিরোনামে একটি মিক্সড অ্যালবামে। সম্প্রতি তিনি এসএ টিভি, জিটিভি, মাইটিভিসহ ব্যস্ত রয়েছেন বিভিন্ন টিভি চ্যানেলর শো এবং স্টেজ শো নিয়ে।
মানসম্মত গান নিয়েই শ্রোতাদের মাঝে নিজেকে মেলতে চান এই শিল্পী।
সংবাদ শিরোনাম
সঙ্গীতশিল্পী জান্নাত মিষ্টি গান নিয়ে থাকতে চান
- Reporter Name
- আপডেট টাইম : ১২:৫২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৬
- ৪১৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ