পুলিশের কার্যক্রম নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দল জাতীয় পার্টির এমপি নুরুল ইসলাম ওমর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, দেশে কি পুলিশি রাজত্ব কায়েম হয়েছে? মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ তাহলে কি এটাই সত্য? মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এভাবেই ক্ষোভ প্রকাশ তিনি।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আজ মঙ্গলবার একটি কাজে সচিবালয়ে যাই। প্রয়োজনীয় একটি কাগজ বাইরে থাকায় ব্যক্তিগত সহকারীকে (পিএ) গাড়ি দিয়ে পাঠিয়ে দেই কাগজটি আনতে। যখন পিএ গাড়ি নিয়ে আবার সচিবালয় ঢুকতে যায় তখন কর্তব্যরত পুলিশ তাকে ঢুকতে দেয়নি। এরপর আমি ফোনে দায়িত্বরত পুলিশের সঙ্গে কথা বলতে চাইলে তারা আমার সঙ্গে কথা পর্যন্ত বলেনি। পরে আমি ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের কাছে জানতে চাই ঘটনাটা কী? দেশে কি ‘মার্শাল ল’ নাকি জরুরি অবস্থা জারি হয়েছে? তারা কোনো সদুত্তর দিতে পারেনি।
পুলিশের আচরণে ক্ষোভ প্রকাশ করে নুরুল ইসলাম বলেন, এটা কোন ধরনের আচরণ? একজন এমপির সঙ্গে পুলিশ কী আচরণ করবে সেটাও জানে না!
মানবকণ্ঠ