ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চাকরি জাতীয়করণসহ ৪ বছরের পাওনা দাবি সিএইচসিপিদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০১৬
  • ৫১৮ বার

চাকরি জাতীয়করণসহ ৪ বছরের বকেয়া বেতন ভাতা প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন (সিএইচসিপি)। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

পাশাপাশি বিগত বছরের মৃত্যুবরণকারী ৯ জন সিএইচসিপি সহকর্মীর আর্থিক অনুদানের দাবিও জানান তারা। সংগঠনের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বলেন, আমাদের ১৪ হাজার কর্মী নিরলস কাজ করে যাচ্ছেন। নিয়োগপ্রাপ্ত কর্মীরা নিষ্ঠার সাথে সকল দায়িত্ব পালন করলেও গত ৪ বছর ধরে তারা সরকারের নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।

তিনি আরো বলেন, এরই মধ্যে শুরু হয়েছে কর্মী ছাটাই। আমাদের অনেক কর্মী মানবেতর জীবন যাপন করছেন। এ পরিস্থিতিতে বাধ্য হয়ে আমরা কর্মসূচি দিয়েছি। এসময় তিনি কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচি অনুযায়ী : আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে সরকারের কাছ থেকে কোনো ঘোষণা না আসলে ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কমিউনিটি ক্লিনিকে বসে কর্মবিরতি পালন করবে। ২৩ ফেব্রুয়ারি কমিউনিটি ক্লিনিকের প্রকল্প কার্যলয় বিএমআরসি ভবন মহাখালীতে সকাল ৯টা থেকে ৫টা পযন্ত প্রতীকী অনশন ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে।

দাবি আদায় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শহীদুল ইসলামের সভাপতিতত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টা কামাল হোসাইন সরকার সদস্য কামরুন্নাহার, আব্দুল্লাহ আল মাসুম, রায়হান আলী, মল্লিকা আখতার প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

চাকরি জাতীয়করণসহ ৪ বছরের পাওনা দাবি সিএইচসিপিদের

আপডেট টাইম : ১০:০০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০১৬

চাকরি জাতীয়করণসহ ৪ বছরের বকেয়া বেতন ভাতা প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন (সিএইচসিপি)। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

পাশাপাশি বিগত বছরের মৃত্যুবরণকারী ৯ জন সিএইচসিপি সহকর্মীর আর্থিক অনুদানের দাবিও জানান তারা। সংগঠনের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বলেন, আমাদের ১৪ হাজার কর্মী নিরলস কাজ করে যাচ্ছেন। নিয়োগপ্রাপ্ত কর্মীরা নিষ্ঠার সাথে সকল দায়িত্ব পালন করলেও গত ৪ বছর ধরে তারা সরকারের নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।

তিনি আরো বলেন, এরই মধ্যে শুরু হয়েছে কর্মী ছাটাই। আমাদের অনেক কর্মী মানবেতর জীবন যাপন করছেন। এ পরিস্থিতিতে বাধ্য হয়ে আমরা কর্মসূচি দিয়েছি। এসময় তিনি কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচি অনুযায়ী : আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে সরকারের কাছ থেকে কোনো ঘোষণা না আসলে ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কমিউনিটি ক্লিনিকে বসে কর্মবিরতি পালন করবে। ২৩ ফেব্রুয়ারি কমিউনিটি ক্লিনিকের প্রকল্প কার্যলয় বিএমআরসি ভবন মহাখালীতে সকাল ৯টা থেকে ৫টা পযন্ত প্রতীকী অনশন ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে।

দাবি আদায় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শহীদুল ইসলামের সভাপতিতত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টা কামাল হোসাইন সরকার সদস্য কামরুন্নাহার, আব্দুল্লাহ আল মাসুম, রায়হান আলী, মল্লিকা আখতার প্রমুখ।