ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অচিরেই পূর্ণাঙ্গ ডিজিটাল বাংলাদেশে রূপলাভ করবে। তিনি বলেন দ্রুততম সময়ে এবং স্বল্প খরচে জনগণের দোরগোড়ায় সেবা প্রদান করার সেতু বন্ধন তৈরী করা ও বিভিন্ন সরকারি- বেসরকারি সেবা প্রদানের লক্ষে সর্বস্তরে তথ্য প্রযুক্তি ব্যবহার শূরু হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সহায়তায় জেলা প্রশাসন আয়োজিত মঙ্গলবার সকাল ১১টায় ময়মনসিংহ শহরের জিমনেসিয়ামে তিনদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা’ উদ্বোধনকালে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এসব কথা বলেন।
জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) শারমিন জাহান প্রমূখ। এর আগে মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে জিমনেশিয়ামে গিয়ে শেষ হয়। মেলায় ৪০টি স্টল স্থাপন রয়েছে।