হাওর বার্তা ডেস্কঃ শনিবার থেকে চেন্নাইয়ে শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্ট। সে টেস্টে আড়াইশো রানের ইনিংস খেলবেন কোহলি- এমনটাই মনে করেন সাবেক ভারতীয় পেসার আশিষ নেহরা।
প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে ২২৭ রানের বড় ব্যবধানে হেরেছে কোহলিরা। টেস্টের প্রথম ইনিংসে ১১ ও দ্বিতীয় ইনিংসে ৭২ রান করেন ভারতীয় অধিনায়ক। গত বছর কোহলি কোনো সেঞ্চুরি করতে পারেননি। এ বছরে নিজের প্রথম টেস্টে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও আউট হয়েছেন কোহলি।
কোহলির সেঞ্চুরি খরা সম্পর্কে নেহরা স্টার স্পোর্টসকে বলেন, “আপনারা একটি বা দুটি সেঞ্চুরির কথা বলছেন। আমি মনে করি পরের টেস্টে ভারত টসে জিতলে কোহলি ২৫০ রানের ইনিংস খেলবে।”
তিনি আরো বলেন, “এটা কোহলির একটি বিশেষ গুণ। যখন অশ্বিন আউট হয়ে গেল, তখন কোহলি বুজে গেল যে ভারত হারতে যাচ্ছে। তবু সে উল্টা পাল্টা কোনো শট খেলেনি। সে (কোহলি) যে বলটিতে আউট হয়েছে ওই বলে যে কেউ আউট হতে পারে। বলটা অনেক নিচু হয়ে গিয়েছিল।