হাওর বার্তা ডেস্কঃ সাংবাদিকতা একটি মহৎ পেশা বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতির বড়ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।
তিনি আরো বলেন,সমাজের অসংগতি দূর করার জন্য সাংবাদিকরা মূখ্য ভূমিকা পালন করে। এই পেশা টা যেন কলুষিত না হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে।কোন অন্যায় হলে সাংবাদিকরা ছাড় দিবেন না আমি নিজেও ব্যাক্তিগত ভাবে কোন অন্যায়কে ছাড় দিব না।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে যুগান্তর পত্রিকার ২২ বছরে পদার্পণ উপলক্ষ্যে আয়োজিত আনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক আরো বলেন,আধুনিক তথ্য প্রযুক্তির যুগে পত্রিকা এখন আমাদের হাতের মুঠোয়।
কাগজ হাতে নিয়ে পড়ার মত সময় এখন কারো নাই মনে হয়।
পত্রিকা পড়ার অভ্যাস থেকে আমরা দূরে চলে যাচ্ছি। যা গভীর উদ্বেগের বিষয়।
সাংবাদিকদের আরো সচেতন হয়ে সংবাদ করার আহবান ও জানান তিনি।
যুগান্তর ব্যুরো প্রধান এটিএম নিজামের সভাপতিত্বে জেলা শহরের হোটেল শেরাটনের মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এড.জিল্লুর রহমান।
সময় টিভির জেলা প্রতিনিধি নূর মোহাম্মদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি,জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক,বিজ্ঞ পিপি এডভোকেট শাহ আজিজুল হক,গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইমান আলী,সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আসাদুল্লাহ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সভাপতি এড.মায়া ভৌমিক,লেখক অধ্যাপক বিমল সরকার,জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু,জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক এনায়েত করিম অমি,ইত্তেফাকের জেলা প্রতিনিধি সুবীর বসাক,মাছরাঙা টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো প্রধান বিজয় রায় খোকা,এটিএন নিউজের জেলা প্রতিনিধি শফিক আদনান,মানবজমিনের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম,এস এ টিভির জেলা প্রতিনিধি ইমরুল হক,ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম,কৃষিবিদ আবুল বাশার প্রমুখ।সভায় যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফেরাত কামনা করা হয়।
আলোচনাসভা শেষে কেক কেটে দৈনিক যুগান্তরের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
সংবাদ শিরোনাম
সাংবাদিকতা একটি মহৎ পেশা-রাষ্ট্রপতি পুত্র এমপি তৌফিক
- Reporter Name
- আপডেট টাইম : ১০:৩৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
- ১৬৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ