মিঠামইনে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পে সাবমার্সেবল পাম্প বিতরণ

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প (গভীর নলকূপ) এর সাবমার্সেবল পাম্প বিতরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে সাবমার্সেবল পাম্প তুলে দিয়ে বিতরণ কাজের উদ্বোধন করেন।

রোববার (৩১ জানুয়ারি) সকালে এ উপলক্ষে মিঠামইন উপজেলা সদরের কামালপুর গ্রামে রাষ্ট্রপতির বাড়ির পূর্বপাশের আঙিনায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দু’টি প্রকল্পের ৯১ জন উপকারভোগীর হাতে প্রধান অতিথি সাবমার্সেবল পাম্প তুল দেন।

এর আগে সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ও মিঠামইন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম বিভিন্ন  ইউনিয়নের বরাদ্দকৃত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৬নং গভীর নলকূপ ও সাবমার্সেবল নলকূপ স্থাপনের কাজ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তারা কাজের সন্তোষ প্রকাশ করেন।

পাম্প বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আকাশ বসাক, ঘাগড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোসলেহ উদ্দিন, বৈরাটী ইউপি চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের টেকনিশিয়ান মনজুরুল ইসলাম ও টেকনিশিয়ান মজিবুর রহমান, ঠিকাদারী  প্রতিষ্ঠানের পক্ষে রুবেল হোসেন ও কামাল মিয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর