মোবহনগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আবদুল আহাদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শাহ রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে। এসময় হাতে নাতে ৫ জনসহ ১৮০ পিস ইয়াবা উদ্বার করা হয়।
আটককৃতরা হল, উপজেলার বড়কাশিয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে আমিরুল ইসলাম বাবু(২৭), দেওথান গ্রামের উখিল উদ্দিনের ছেলে আনাস মিয়া (২৫), আব্দুল মালেকের ছেলে রুমান মিয়া (২৫), লাল মিয়ার ছেলে তফসির (৩৫) ও ফয়সাল (২০)।
অভিযান পরিচালনা করেন ওসি (তদন্ত) আখতারুজ্জামান, এস আই আব্দুল মোমেন, রিশাদ আলম এ এস আই সোহেল রানা, মুখলেছুর রহমান, আবু তাহের, সফিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স।
মোহনগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।