‘দেশে গণতন্ত্র আজ অনুপস্থিত’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
শনিবার দুপুরে রাজধানী নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে জিয়া মঞ্চ আয়োজিত ‘আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকী’ উপলক্ষে আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
মঈন খান বলেন, ‘দেশে আজ কোন গণতন্ত্র নেই। দেশের জনগণের জীবনের কোন নিরাপত্তা নেই। জনগণের জীবন আজ নিরাপত্তাহীন। এই মূল কারণ ১/১১ অবৈধ তত্ত্বাবধায়ক সরকার।’
১/১১ অবৈধ সরকার মঈন-ফখরুলের কারণেই আজ দেশে গণতন্ত্র অনুপস্থির বলে্ও মন্তব্য করেন মঈন খান।
আরাফাত রহমান কোকোর প্রতি স্মৃতি চারণ করে তিনি বলেন, ‘কোকোর অবদার আমরা নষ্ট হতে দেবো না। সকল ধরনের ত্যাগ স্বীকার করে আমরা কোকোর অবদার বাংলাদেশে প্রতিষ্ঠিত করবো।’
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুল মালেক।
এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ ওলামা দলের সাধারণ সম্পাদক কারী রফিক শিকদারের নেতৃত্বে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় জিয়া মঞ্চের সভাপতি মহসীন আহমেদের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।