জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ৩টা থেকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে কনসার্টের আয়োজন করে ডিএমপি। এতে গান পরিবেশন করেন মমতাজ, পার্থ বড়ুয়া, এস আই টুটুল, কর্নিয়া। পারফর্ম করেন মডেল নিরব, চিত্রনায়ক ইমন, লাক্স তারকা তারিন, নাজিরা মৌ, পরী মনিসহ শোবিজের একঝাঁক তারকারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী হাসানুল হোক ইনু, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ওসি থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এতে আরো উপস্থিত ছিলেন নায়করাজ রাজ্জাক, আলমগীর, ওমর সানি, আফসানা মিমি প্রমুখ। রাত পৌনে ১১টায় মনোজ্ঞ আতশবাজির মাধ্যমে অনুষ্ঠান শেষ হওয়ার কথা রয়েছে।