ঢাকার বিশেষ জজ আদালতে মাওলানা সাঈদী

হাওর বার্তা ডেস্কঃ আয়কর ফাঁকির মামলায় আদালতে হাজির করা হয়েছে জামায়াত নেতা মাওলানা দেলোওয়ার হোসাইন সাঈদীকে। এবার মাওলানা সাঈদীকে মাইক্রোবাসে করে আনা হয়েছে। যার খরচ বহন করেছে তার পরিবার।

বুধবার (৬ জানুয়ারি) পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে সকাল সাড়ে ৯ টার দিকে কাশিমপুর কারাগারে থেকে হাজির করা হয়।

মামলাটি সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য আছে। মামলায় দেলোওয়ার হোসাইন সাঈদীই একমাত্র আসামি।

উল্লেখ্য, ২০১১ সালের ১৯ আগষ্ট ২ কোটি ২৭ লাখ ৪০ হাজার ১২০ টাকা আয় গোপন করে তার ওপর প্রযোজ্য কর ৫৬ লাখ ৪৬ হাজার ৮১২ টাকা কর ফাঁকির অভিযোগে এনবিআর মামলাটি দায়ের করা হয়। ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর মামলাটি সাঈদীর বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর