ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জনগণের সমস্যা সমাধানের জন্য রাজনীতি : এমাজউদ্দীন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০১৬
  • ৪৪৭ বার

বর্তমান সরকারকে উদ্দেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দীন আহমদ বলেছেন, রাজনীতির সৃষ্টি হয়েছে জনগণের সমস্যা সমাধানের জন্য, সমস্যা সৃষ্টির জন্য নয়।

তিনি বলেন, ‘সামনে বড় দুই রাজনৈতিক দলের কাউন্সিল হবে। আমি আশা করব এ কাউন্সিল নিয়ে আপনারা জনস্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড করবেন না।’

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত ‌‘প্রবীণ রাজনীতিবিদ ডক্টর আর এ গণি’র স্মরণে শোকসভায় তিনি এসব কথা বলেন।

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে এমাজউদ্দীন বলেন, ‘বিশেষ কোনো দল বা সরকারের আনুগত্য প্রকাশ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মনে রাখতে হবে আপনারা কোনো রাজনৈতিক দল বা সরকারের না, আপনারা জনগণের সেবক।’

গণতন্ত্র ছাড়া সুশাসন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এ দেশে গণতন্ত্র থাকবে না, এটা অবিশ্বাস্য। উন্নয়ন না গণতন্ত্র- এটা কোনো বিতর্কের বিষয় নয়। গণতান্ত্রিক ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত করলে উন্নয়ন হবেই। তাই জাতীয় স্বার্থে গণতান্ত্রিক ব্যবস্থাকে সুপ্রতিষ্ঠিত করুন। দেশের অগ্রগতি ত্বরান্বিত হবে।

একই আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের আহ্বান জানিয়ে বিএনপির সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, ‘৫ জানুয়ারি অবৈধ নির্বাচনের মাধ্যমে আপনি (শেখ হাসিনা) ক্ষমতা দখল করেছেন। এত দিন আমরা বলেছি এখন প্রধান বিচারপতিও বলছেন। বেগম খালেদা জিয়া আপনাকে অনেক সময় দিয়েছেন। এবার আপনি নিজেই পদত্যাগ করুন। তা না হলে জনগণ আপনাকে ছাড়বে না।’

পুলিশকে রাজনৈতিক দলের স্বার্থসংশ্লিষ্ট কাজ বা প্রভাব থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর, সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের রহমতুল্লাহসহ আরো অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনগণের সমস্যা সমাধানের জন্য রাজনীতি : এমাজউদ্দীন

আপডেট টাইম : ১০:৪০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০১৬

বর্তমান সরকারকে উদ্দেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দীন আহমদ বলেছেন, রাজনীতির সৃষ্টি হয়েছে জনগণের সমস্যা সমাধানের জন্য, সমস্যা সৃষ্টির জন্য নয়।

তিনি বলেন, ‘সামনে বড় দুই রাজনৈতিক দলের কাউন্সিল হবে। আমি আশা করব এ কাউন্সিল নিয়ে আপনারা জনস্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড করবেন না।’

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত ‌‘প্রবীণ রাজনীতিবিদ ডক্টর আর এ গণি’র স্মরণে শোকসভায় তিনি এসব কথা বলেন।

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে এমাজউদ্দীন বলেন, ‘বিশেষ কোনো দল বা সরকারের আনুগত্য প্রকাশ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মনে রাখতে হবে আপনারা কোনো রাজনৈতিক দল বা সরকারের না, আপনারা জনগণের সেবক।’

গণতন্ত্র ছাড়া সুশাসন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এ দেশে গণতন্ত্র থাকবে না, এটা অবিশ্বাস্য। উন্নয়ন না গণতন্ত্র- এটা কোনো বিতর্কের বিষয় নয়। গণতান্ত্রিক ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত করলে উন্নয়ন হবেই। তাই জাতীয় স্বার্থে গণতান্ত্রিক ব্যবস্থাকে সুপ্রতিষ্ঠিত করুন। দেশের অগ্রগতি ত্বরান্বিত হবে।

একই আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের আহ্বান জানিয়ে বিএনপির সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, ‘৫ জানুয়ারি অবৈধ নির্বাচনের মাধ্যমে আপনি (শেখ হাসিনা) ক্ষমতা দখল করেছেন। এত দিন আমরা বলেছি এখন প্রধান বিচারপতিও বলছেন। বেগম খালেদা জিয়া আপনাকে অনেক সময় দিয়েছেন। এবার আপনি নিজেই পদত্যাগ করুন। তা না হলে জনগণ আপনাকে ছাড়বে না।’

পুলিশকে রাজনৈতিক দলের স্বার্থসংশ্লিষ্ট কাজ বা প্রভাব থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর, সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের রহমতুল্লাহসহ আরো অনেকে।