নতুন ভোটার ৪৪ লাখ ৩২ হাজার ৯২৭ জন

চূড়ান্ত তালিকা অনুযায়ী দেশে নতুন ভোটার সংখ্যা ৪৪ লাখ ৩২ হাজার ৯২৭ জন। এ নিয়ে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৯ কোটি ৯৮ লাখ ৯৮ হাজার ৫৫৩ জনে। ভোটার তালিকা হালনাগাদের পর নতুন ভোটারদের এ সংখ্যা পাওয়া গেছে।

নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ কর্মকর্তা এসএম আসাদুজ্জামান রোববার বিকেলে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মোট ভোটারের মধ্যে পুরুষ ৫০ দশমিক ৩২ শতাংশ এবং নারী ভোটার ৪৯ দশমিক ৫৮ শতাংশ। পুরুষ ভোটার সংখ্যা ৫ কোটি ৩ লাখ ২০ হাজার ৩৬২ জন এবং নারী ভোটার ৪ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ১৯১ জন।

২০১৫ সালে হালনাগাদে মৃত ভোটারের নাম কাটা হয়েছে ৭ লাখ ৩৫ হাজার ৮৭১ জনের। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা বেশি। পুরুষ ভোটার ৪ লাখ ৮৫ হাজার ৭৯৯ জন। অন্যদিকে, নারী ভোটার ২ লাখ ৫০ হাজার ৭২ জন।

নতুন ভোটারদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২৩ লাখ ৩২ হাজার ৬৯৫ জন এবং নারী ভোটার ২১ লাখ ২৩২ জন।

এর আগে গত বছর ২৫ জুলাই থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করে ইসি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর