ঢাকা ১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শহীদদের প্রকৃত সংখ্যা নিরুপন করবে বিএনপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০১৬
  • ৪৪০ বার

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে শহীদদের প্রকৃত সংখ্যা নিরুপন করবে বিএনপি।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে প্রকৃত শহীদদের সংখ্যা বের করার জন্য তৎকালীন আইজিপি আব্দুর রহিমের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু ‘৭৪’ সালে সেই কমিটি বিলুপ্ত করা হয়েছিল। শহীদদের সংখ্যা নিয়ে আমরা কেন অনিশ্চয়তার মধ্যে থাকবো? কেন আমরা নিশ্চিত হতে পারবো না? বিএনপি ক্ষমতায় গেলে অসমাপ্ত কাজ সমাপ্ত করা হবে।’

রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী কৃষক দলের এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নজরুল ইসলাম। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের প্রতিবাদে এ সভার আয়োজন করে দলটি।

মুক্তিযোদ্ধা সমাবেশে খালেদা জিয়ার দেয়া বক্তব্য সমর্থন করে নজরুল ইসলাম খান বলেন, ‘শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক ও মতবিরোধ রয়েছে, এটা তো মিথ্যা না। কারণ দেশ স্বাধীনের কয়েকদিন পরেই মরহুম শেখ মুজিবুর রহমান নির্দিষ্ট করেই বললেন, ৩০ লক্ষ লোক শহীদ হয়েছেন। স্বাধীনতার কয়েক দিনের মধ্যেই কে কখন হিসাব কিংবা অনুসন্ধান করেছেন যে, ৩০ লক্ষ লোক মারা গেছে।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া বলেছেন, মুক্তিযুদ্ধে শহীদদের প্রকৃত সংখ্যা নিয়ে বিতর্ক আছে। আমিও বলব- বিতর্ক আছে, ১শ’ বার বিতর্ক আছে। তাই বলে শহীদদের ছোট ও অসম্মান করা করা হচ্ছে, এটা সঠিক নয়। বরং যারা আমাদের মাতৃভূমির জন্য রক্ত দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, জীবন দিয়েছেন; তাদের নাম বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হোক।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘মুক্তিযুদ্ধ যারা করেছেন তাদেরকে ভাতা দেয়া হচ্ছে, বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়িয়ে দেয়া হচ্ছে, ছেলে-মেয়েদের সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। এতে আমরা খুশি। কিন্তু যারা শহীদ হয়েছেন তাদের কোনো প্রাপ্য নাই? এই দেশের জন্য তাদের কোনো অবদান নাই? কেন তাদের পরিবার-পরিজনেরা এই মর্যাদা পাবেন না, কেন তাদের নাম ইতিহাসে লিপিবদ্ধ হবে না?’

নজরুল ইসলাম আরও বলেন, ‘শহীদদের প্রতি রাষ্ট্রের যে দায়িত্ব ছিলো এতদিনের সরকারগুলো তা ঠিকভাবে পালন করেনি। এজন্য অভিযোগ তাদের সবার ওপরই পড়তে পারে। এ ব্যাপারে উদ্যোগ নেয়ার জন্যই খালেদা জিয়া কথা বলেছেন। কিন্তু সরকার সে দায়িত্ব পালন না করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছে। বিএনপি আবার দায়িত্বে এলে নিশ্চয় এ অসমাপ্ত কাজ সমাপ্ত করা হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

শহীদদের প্রকৃত সংখ্যা নিরুপন করবে বিএনপি

আপডেট টাইম : ০৮:১৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০১৬

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে শহীদদের প্রকৃত সংখ্যা নিরুপন করবে বিএনপি।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে প্রকৃত শহীদদের সংখ্যা বের করার জন্য তৎকালীন আইজিপি আব্দুর রহিমের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু ‘৭৪’ সালে সেই কমিটি বিলুপ্ত করা হয়েছিল। শহীদদের সংখ্যা নিয়ে আমরা কেন অনিশ্চয়তার মধ্যে থাকবো? কেন আমরা নিশ্চিত হতে পারবো না? বিএনপি ক্ষমতায় গেলে অসমাপ্ত কাজ সমাপ্ত করা হবে।’

রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী কৃষক দলের এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নজরুল ইসলাম। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের প্রতিবাদে এ সভার আয়োজন করে দলটি।

মুক্তিযোদ্ধা সমাবেশে খালেদা জিয়ার দেয়া বক্তব্য সমর্থন করে নজরুল ইসলাম খান বলেন, ‘শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক ও মতবিরোধ রয়েছে, এটা তো মিথ্যা না। কারণ দেশ স্বাধীনের কয়েকদিন পরেই মরহুম শেখ মুজিবুর রহমান নির্দিষ্ট করেই বললেন, ৩০ লক্ষ লোক শহীদ হয়েছেন। স্বাধীনতার কয়েক দিনের মধ্যেই কে কখন হিসাব কিংবা অনুসন্ধান করেছেন যে, ৩০ লক্ষ লোক মারা গেছে।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া বলেছেন, মুক্তিযুদ্ধে শহীদদের প্রকৃত সংখ্যা নিয়ে বিতর্ক আছে। আমিও বলব- বিতর্ক আছে, ১শ’ বার বিতর্ক আছে। তাই বলে শহীদদের ছোট ও অসম্মান করা করা হচ্ছে, এটা সঠিক নয়। বরং যারা আমাদের মাতৃভূমির জন্য রক্ত দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, জীবন দিয়েছেন; তাদের নাম বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হোক।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘মুক্তিযুদ্ধ যারা করেছেন তাদেরকে ভাতা দেয়া হচ্ছে, বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়িয়ে দেয়া হচ্ছে, ছেলে-মেয়েদের সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। এতে আমরা খুশি। কিন্তু যারা শহীদ হয়েছেন তাদের কোনো প্রাপ্য নাই? এই দেশের জন্য তাদের কোনো অবদান নাই? কেন তাদের পরিবার-পরিজনেরা এই মর্যাদা পাবেন না, কেন তাদের নাম ইতিহাসে লিপিবদ্ধ হবে না?’

নজরুল ইসলাম আরও বলেন, ‘শহীদদের প্রতি রাষ্ট্রের যে দায়িত্ব ছিলো এতদিনের সরকারগুলো তা ঠিকভাবে পালন করেনি। এজন্য অভিযোগ তাদের সবার ওপরই পড়তে পারে। এ ব্যাপারে উদ্যোগ নেয়ার জন্যই খালেদা জিয়া কথা বলেছেন। কিন্তু সরকার সে দায়িত্ব পালন না করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছে। বিএনপি আবার দায়িত্বে এলে নিশ্চয় এ অসমাপ্ত কাজ সমাপ্ত করা হবে।’