ভবিষ্যতে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা ও স্বাধীনতা নিয়ে বিতর্ক করলে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
শনিবার আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
হানিফ বলেন, স্বাধীনতা হঠাৎ করে অাসেনি। এটি দীর্ঘ আন্দোলনের ফসল এবং একটি মীমাংসিত বিষয়। দেশকে অস্থিতিশীল করতে একটি দুরভিসন্ধি পরিকল্পনা নিয়ে বিএনপি নেতারা বিতর্ক সৃষ্টি করছে। তিনি বলেন, যারা একাত্তরের রাজাকার এবং ওই পরিবারের সন্তান, তারাই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে বিতর্ক করে।
আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, বিএনপি নেতাদের হুঁশিয়ার করে দিতে চাই ভবিষ্যতে এধরনের বিতর্ক করলে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।