প্রায় ছয় মাস কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান। বুধবার রাত ১১টা ২০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
এদিকে, রাজিবের মুক্তিকে কেন্দ্র করে সন্ধ্যা থেকেই কারাগারের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা ফুল নিয়ে অবস্থান নেন। পরে কারা ফটকে ফুল দিয়ে তাকে স্বাগত জানান নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ১৯ জুলাই রাতে পটুয়াখালীর দুমকি লেবুখালী ফেরিঘাট থেকে রাজিব আহসানকে আটক করা হয়। এ সময় আরো ৫ ছাত্রদল নেতা কর্মীকেও আটক করে গোয়েন্দা পুলিশ।
পরে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ও এক বোতল মদ উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় মাদক আইনে করা মামলায় রাজিবকে কারাগারে পাঠানো হয়।
রাজীব আহসানের বিরুদ্ধে সব মিলিয়ে ৪৭টি মামলা রয়েছে বলে ছাত্রদল সূত্রে জানা গেছে।