বিজয় দাস নেত্রকোনাঃ আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রথম ধাপে নেত্রকোনার মদন পৌরসভা নির্বাচন। আজ শুক্রবার (১১ ডিসেম্বর) এ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।সকাল থেকে বিকেল পর্যন্ত মদন উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এই প্রতীক বরাদ্দ দেয়া হয়।
এসময় জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ, মদন উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ ৬জন, কাউন্সিল পদে ২১জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিল ১৪জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
মেয়র পদে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা মোঃ সাইফ, বিএনপি থেকে ধানের শীষ প্রতীক মদন পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ এনামুল হক, জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে ক্ষুদিরাম চন্দ্র দাস।এছাড়া স্বতন্ত্র থেকে মশফিকুর রহমান বাচ্চু মোবাইল ফোন, মোঃ আব্দুর রউফ নারিকেল গাছ এবং দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিক জগ প্রতীক পেয়েছেন।
মদন পৌরসভা নির্বাচনে মোট ভোটার হচ্ছে ১২ হাজার ৮৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৩২৩ এবং নারী ভোটার ৬ হাজার ৫১৮ ভোট।