ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

মন্দ মানুষ থেকে কমেডিয়ান শিমুল খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৪:২১ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
  • ২০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের খল অভিনতো শিমুল খান। খুব অল্প সময়ে বেশ কিছু সিনেমায় অভিনয় করে মন কেড়েছেন চলচ্চিত্রপ্রেমীদের। চলচ্চিত্রের পর্দায় তাকে মন্দ মানুষের চরিত্রে দেখা যায়। এবার কমেডিয়ান হিসেবে দেখা যাবে। তবে চলচ্চিত্রে নয়, বিজ্ঞাপনচিত্রে এমন চরিত্রে দেখা যাবে তাকে।

দেশের শীর্ষস্থানীয় একটি টেলিকম কোম্পানির ফোর-জি নেটওয়ার্কের বিজ্ঞাপনে মডেল হয়েছেন শিমুল। এটি পরিচালনা করেছেন আবরার আতহার।

শিমুল খান বলেন, ‘অভিনয়ের প্রায় সব মাধ্যমেই কাজের অভিজ্ঞতা হয়েছে। বাকি ছিল বিজ্ঞাপন। এবার সেটিও হলো। এরই মধ্যে অনেক প্রস্তাব পেয়েছি, তবে নির্মাণ ভাবনা পছন্দ হয়নি বলে করিনি। এবার কাস্টিং ডিরেক্টর ইফরিতজেনা মিতির কাছ থেকে প্রস্তাবটি পাওয়ার পর নির্মাতা আবরার আতহার এবং টেলিকম প্রতিষ্ঠানটির নাম শুনে রাজি হই। আশা করি, কাজটি সবার কাছেই ব্যাপক গ্রহণযোগ্যতা পাবে, কারণ সিরিয়াস-কমেডির দারুণ মিশ্রণে নির্মাণ হয়েছে বিজ্ঞাপনটি।’

খুব শিগগির বিজ্ঞাপনচিত্রটি দেশের প্রায় সব ক’টি টিভি চ্যানেলে সম্প্রচার শুরু হবে বলে জানান শিমুল খান।

শিমুল খানের হাতে রয়েছে প্রায় ডজনখানেক সিনেমার কাজ। পাশাপাশি ওয়েব সিরিজ ও টেলিভিশন নাটকেও কাজ করছেন তিনি।

২০০৭ সালে র‌্যাম্প মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন শিমুল খান। ২০১১ সালে প্রখ্যাত মঞ্চ নির্দেশক-অভিনেতা আশিষ খন্দকারের নির্দেশনায় ‘দ্যা ইয়ার দ্যাট ওয়াজ’ নামের ন্যাশনাল থিয়েটার প্রোডাকশনে কাজ করেন তিনি। ২০১৩ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘দেহরক্ষী’ সিনেমায় রকি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় পথচলা শুরু হয় তার। এর পর আর পেছন ফিরে তাকাতে হয়নি শিমুল খানকে।

মুস্তাফিজুর রহমান মানিকের ‘কিছু আশা কিছু ভালবাসা’, এ্যাডাম দৌলার ‘বৈষম্য’, অনন্ত জলিলের ‘মোস্ট ওয়েলকাম-২’, সৈকত নাসিরের ‘দেশা- দ্যা লিডার’, কলকাতায় সুজিত মন্ডলের ‘হিরো ৪২০’, বাপ্পারাজের ‘কার্তুজ’, সাফি উদ্দিন সাফির ‘ওয়ার্নিং’, অনন্য মামুনের ‘ভালবাসার গল্প’, আশিকুর রহমানের ‘মুসাফির’, মিজানুর রহমান লাবুর ‘তুখোড়’, রায়হান রাফির ‘দহন’, তানিম রহমান অংশুর ‘স্বপ্নের ঘর’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন শিমুল খান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

কল্যানমুখী দেশ গড়তে সর্বশ্রেণির মানুষকে এগিয়ে আসার আহবান- এড.জুবায়ের

মন্দ মানুষ থেকে কমেডিয়ান শিমুল খান

আপডেট টাইম : ০৬:২৪:২১ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের খল অভিনতো শিমুল খান। খুব অল্প সময়ে বেশ কিছু সিনেমায় অভিনয় করে মন কেড়েছেন চলচ্চিত্রপ্রেমীদের। চলচ্চিত্রের পর্দায় তাকে মন্দ মানুষের চরিত্রে দেখা যায়। এবার কমেডিয়ান হিসেবে দেখা যাবে। তবে চলচ্চিত্রে নয়, বিজ্ঞাপনচিত্রে এমন চরিত্রে দেখা যাবে তাকে।

দেশের শীর্ষস্থানীয় একটি টেলিকম কোম্পানির ফোর-জি নেটওয়ার্কের বিজ্ঞাপনে মডেল হয়েছেন শিমুল। এটি পরিচালনা করেছেন আবরার আতহার।

শিমুল খান বলেন, ‘অভিনয়ের প্রায় সব মাধ্যমেই কাজের অভিজ্ঞতা হয়েছে। বাকি ছিল বিজ্ঞাপন। এবার সেটিও হলো। এরই মধ্যে অনেক প্রস্তাব পেয়েছি, তবে নির্মাণ ভাবনা পছন্দ হয়নি বলে করিনি। এবার কাস্টিং ডিরেক্টর ইফরিতজেনা মিতির কাছ থেকে প্রস্তাবটি পাওয়ার পর নির্মাতা আবরার আতহার এবং টেলিকম প্রতিষ্ঠানটির নাম শুনে রাজি হই। আশা করি, কাজটি সবার কাছেই ব্যাপক গ্রহণযোগ্যতা পাবে, কারণ সিরিয়াস-কমেডির দারুণ মিশ্রণে নির্মাণ হয়েছে বিজ্ঞাপনটি।’

খুব শিগগির বিজ্ঞাপনচিত্রটি দেশের প্রায় সব ক’টি টিভি চ্যানেলে সম্প্রচার শুরু হবে বলে জানান শিমুল খান।

শিমুল খানের হাতে রয়েছে প্রায় ডজনখানেক সিনেমার কাজ। পাশাপাশি ওয়েব সিরিজ ও টেলিভিশন নাটকেও কাজ করছেন তিনি।

২০০৭ সালে র‌্যাম্প মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন শিমুল খান। ২০১১ সালে প্রখ্যাত মঞ্চ নির্দেশক-অভিনেতা আশিষ খন্দকারের নির্দেশনায় ‘দ্যা ইয়ার দ্যাট ওয়াজ’ নামের ন্যাশনাল থিয়েটার প্রোডাকশনে কাজ করেন তিনি। ২০১৩ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘দেহরক্ষী’ সিনেমায় রকি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় পথচলা শুরু হয় তার। এর পর আর পেছন ফিরে তাকাতে হয়নি শিমুল খানকে।

মুস্তাফিজুর রহমান মানিকের ‘কিছু আশা কিছু ভালবাসা’, এ্যাডাম দৌলার ‘বৈষম্য’, অনন্ত জলিলের ‘মোস্ট ওয়েলকাম-২’, সৈকত নাসিরের ‘দেশা- দ্যা লিডার’, কলকাতায় সুজিত মন্ডলের ‘হিরো ৪২০’, বাপ্পারাজের ‘কার্তুজ’, সাফি উদ্দিন সাফির ‘ওয়ার্নিং’, অনন্য মামুনের ‘ভালবাসার গল্প’, আশিকুর রহমানের ‘মুসাফির’, মিজানুর রহমান লাবুর ‘তুখোড়’, রায়হান রাফির ‘দহন’, তানিম রহমান অংশুর ‘স্বপ্নের ঘর’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন শিমুল খান।