বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি ও প্রয়াত আরাফাত রহমান কোকোর বড় মেয়ে জাফিয়া রহমান বৃটেনে শিক্ষা প্রতিষ্ঠানে ‘এ’ লেভেলে ভর্তি হয়েছেন। একটি ঘনিষ্ঠ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তিনি এখন তারেক রহমানের বাসায় থেকে লেখাপড়া করছেন।
এইত কিছুদিন আগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া লন্ডন সফরে গেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, বড় মেয়ে জাফিয়া রহমান ও ছোট মেয়ে জাহিয়া রহমান মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে লন্ডনে যান। ওই সময়ই গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল জাফিয়া রহমান বৃটেনে শিক্ষা প্রতিষ্ঠানে ‘এ’ লেভেলে ভর্তি হবেন।
জানা যায়, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী এবং দু’ কন্যা বর্তমানে বৃটেনে অবস্থান করছেন। এখন তারা তারেক রহমানের পরিবারের সঙ্গেই রয়েছেন। জাফিয়া রহমান সম্প্রতি কৃতিত্বের সঙ্গে ‘ও’লেভেল পাস করে। সে অতিরিক্ত বিষয়সহ ১১ বিষয়ে এ পায়। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুল থেকে চলতি বছর এই ফলাফল অর্জন করে জাফিয়া।
প্রসঙ্গত, ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর আরাফাত রহমান কোকোকে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।কারাগারে আটক থাকাবস্থায় কোকো অসুস্থ হয়ে পড়েন। পরে প্যারেলো মুক্তি পেয়ে তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে যান। সঙ্গে যান স্ত্রী শর্মিলা রহমান, বড় মেয়ে জাফিয়া রহমান ও ছোট মেয়ে জাহিয়া রহমান।
পরে পরিবার নিয়ে থাইল্যান্ড থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে চলে যান কোকো। এরপর থেকে সেখানে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বসবাস করেন তিনি। গেল বছরের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে কুয়ালালামপুরের একটি হাসপাতালে নেয়ার পথে মারা যান কোকো। এরপর ২৭ জানুয়ারি কোকোর লাশের সঙ্গে দেশে আসেন স্ত্রী ও দুই কন্যা। স্কুল খোলা থাকায় সপ্তাহখানেক পরেই মায়ের সঙ্গে মালয়েশিয়া ফিরে যায় জাফিয়া-জাহিয়া।এইত দুইদিন আগে (২৪ জানুয়ারি) পালিত হয়েছে প্রয়াত আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকী।