হাওর বার্তা ডেস্কঃ মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন আরেকজন সাংবাদিক। তার নাম সুকান্ত সেন। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির সিরাজগঞ্জ জেলার স্টাফ রিপোর্টার ছিলেন।
শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান সুকান্ত। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন সুকান্ত সেন। হাসপাতালে আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ সিরাজগঞ্জ নেয়া হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা যাবার কারণে সকল নিয়ম মেনে সিরাজগঞ্জের মহাশ্মশানে তার মরদেহ সৎকার করা হবে।