বিজয় দাস নেত্রকোনাঃ নেত্রকোনা পুর্বধলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্রোনালের প্রধান তদন্ত কর্মকর্তা আইজিপি প্র্র্য়াত মুহ.আবদুল হাননান খানের স্মরণে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার খলিশাউড়া ইউনিয়নের খানপাড়া গ্ৰামের বাড়িতে হাননান খানের আত্মার মাগফেরাত কামনায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা হাইওয়ে পুলিশ সুপার বরকতুল্লাহ খান (প্রশাসন ও অর্থ), নেত্রকোনা পুলিশ সুপার ( ভারপ্রাপ্ত), ফকরুজ্জামান জুয়েল, এএসপি সদর সার্কেল মোর্শেদা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রাজ্জাক, মতিঝিল থানা অফিসার্স ইনচার্জ, ইয়াছিন আরাফাত লেলিন, উপজেলা সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার, আইয়ুব আলী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াকুব আলীসহ অন্যরা।
উল্লেখ্য, আবদুল হাননান খান গত, ২৬ নভেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দিকনির্দেশনা তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে দুইদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় ২৮ নভেম্বর তার মৃত্যু হয়।