স্বাস্থ্য অধিদফতরের আট কর্মকর্তাকে উপ পরিচালক, সহকারী পরিচালক ও সিভিল সার্জন পদে বদলি/পদায়ন করা হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পারসোনাল শাখা ২ এর উপসচিব এ কে এম ফজলুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদফতরের ওএসসিডকৃত ডা. মো. ফারুক আহমেদ ভূইয়াকে স্বাস্থ্য অধিদফতরের ননকমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের (এনসিডি) লাইন ডিরেক্টর, মাগুরার সিভিল সার্জন ডা. এফবিএম আবদুল লতিফকে খুলনার সিভিল সার্জন,বরিশাল বানাড়িপাড়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলামকে মাগুরা সিভিল সার্জন (চলতি দায়িত্ব), পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. আহাদ আলীকে রংপুরের সিভিল সার্জন (চলতি দায়িত্ব), স্বাস্থ্য অধিদফতরের ওএসডিকৃত ডা. আবুল ফাত্তাহ মো. আহসানকে পঞ্চগড়ের সিভিল সার্জন, লালমনিরহাটের সিভিল সার্জন ডা.মো. আসম আব্দুস সামাদকে স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক করে ওএসডি, ভোলা চরফ্যাশনের উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মুহাম্মদ সিদ্দিকুর রহমানকে লালমনিরহাটের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) ও স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (শিল্প স্বাস্থ্য) ডা. উৎপল কুমার দেবনাথকে সাতক্ষীরার সিভিল সার্জন পদে বদলি/পদায়ন করা হয়।