অসম্বব কথাটির অর্থ হচ্ছে ‘যা সম্বব নয়’। আপনি মনে করেন অসম্বব বলতে কিছু আছে কি ? “অসম্ভব বলতে পৃথিবীতে কিচ্ছু নেই।” এই প্রেরণামূলক কথাটি কেউ বলার পরে স্বাভাবিক ভাবে একটি প্রশ্ন অনেকে ছুঁড়ে দেয় যে, “পারলে চাঁদকে এনে দেখাও তো ।” ইত্যাদি এজাতীয় যুক্তি। প্রধানত যারা এই যুক্তি দেখায় তারা ‘অবাস্তব’ আর `অসম্ভব’ এর তফাত বুঝেনা। পৃথিবীতে অবাস্তব বলে অনেক কাজ আছে কিন্তু অসম্ভব বলে। আপনি যেভাবে দেখছেন সেটাই দৃষ্টিভঙ্গী। কিন্তু অবাস্তব বলতে সেটিকেই বুঝায় যেটা কখনোই সম্ভব নয়। আর এই অসম্ভব আর অবাস্তব শব্দ দুটোর মাঝে বিচিত্র ভাবে অনেকে গুলিয়ে ফেলেন। চাঁদ যদি ললিপপের মত হত, সেটাকে পকেটে ঢুকানো হয়তবা সম্ভব হত। কিংবা প্রশান্ত মহাসাগরে যদি ৫/১০ লিটার পানি থাকতো সেটা গলাধকরণ করাও অসম্ভব হতনা। কিন্তু অবাস্তবতার সঙ্গা দিয়ে অসম্ভবকে মহামান্বিত করার মাঝে আমি কোনো কারণ দেখিনা। হ্যাঁ! আমি স্বীকার করে নিচ্ছি, পৃথিবীতে সত্যিই অসম্ভব বলে কিছু নেই। শুধু অবাস্তব আর অসম্ভবকে আলাদা করার মত বিবেক থাকা চাই মানুষের। অনেকে অবাস্তবকে অসম্ভব মনে করে সম্ভব করতে যায়, আর সারাটা জীবন ক্ষয় করে। আর অনেকে মামুলি অসম্ভবকে অবাস্তব ভেবে ভয়ে ঘরে বসে থাকে, আর জীবনই তাকে ক্ষয় করে! কি বিচিত্র তাইনা……?
সংবাদ শিরোনাম
অসম্ভব বলতে পৃথিবীতে কিচ্ছু নেই
- Reporter Name
- আপডেট টাইম : ১১:০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০১৬
- ৩৭৫ বার
Tag :
জনপ্রিয় সংবাদ