মাঘ মাসের সাত দিন পার হলেও সে অনুযায়ী শীত ছিল না। বুধবার বিকালে রাজধানীতে টিপ টিপ করে বৃষ্টি হয়েছে। সঙ্গে হিমেল বাতাস।
আর এতেই কনকনে শীতে কাবু নগরবাসী। এ বৃষ্টির প্রভাবে আগামী কয়েকদিন জেঁকে বসতে পারে তীব্র শীত।
পশ্চিমা লঘুচাপ ও পুবালি বাতাসের সংমিশ্রণের কারণে বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদফতর সূত্র জানিয়েছে। তারা জানিয়েছে, এই বৃষ্টির কারণে রাজধানীর তাপমাত্রা কমবে। পাশপাশি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক ৮ আর সর্বনিম্ন ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, বিকাল ৪টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে থমকে যায় রাজধানীর চিত্র। তীব্র যানজটে তীব্রতর হয়েছে ভোগান্তি। যেন এই বৃষ্টির জন্য নগরবাসী প্রস্তুত ছিল না।
হঠাৎ বৃষ্টিতে পথচারীদের অনেকে দৌড়ে আশ্রয় নিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের বারান্দায় ও কার্নিশের নিচে। আবার অনেককে বাধ্য হয়ে ভিজতে হয়েছে। সড়ক ও ফুটপাতের ছিন্নমূল মানুষ পড়েছে বেশি বিপাকে।
ঢাকা ছাড়াও রাজশাহী, ঈশ্বরদী, বগুড়া, বদলগাছি, তাড়াশ, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, ডিমলা, রাজারহাট, টাঙ্গাইল ও ময়মনসিংহে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানায়, বৃহস্পতিবার রাত থেকে তাপমাত্রা কমবে। বৃহস্পতিবার থেকে কয়েকদিন জেঁকেও বসতে পারে তীব্র শীত। কোথাও কোথাও তীব্র শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে।