হাওর বার্তা ডেস্কঃ বরগুনার মিন্নির আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। একইসঙ্গে অর্থদণ্ড স্থগিত করেছে আদালত।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের ডিভিশন বেঞ্চ আজ বুধবার এই আদেশ দেন।
প্রসঙ্গত, গত ৪ অক্টোবর বরগুনার রিফাত হত্যা মামলায় মিন্নিসহ মৃত্যুদণ্ড প্রাপ্ত ছয় আসামির ডেথরেফারেন্স হাইকোর্টে আসে।
এর আগে, ৩০ সেপ্টেম্বর এই মামলায় রিফাতের স্ত্রী মিন্নিসহ ৬ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালত। একইসঙ্গে ৪ জনকে খালাস দেওয়া হয়।