হাওর বার্তা ডেস্কঃ বেগমগঞ্জ উপজেলার একলাশপুরের এক নারীকে (৩৫) বিবস্ত্র করে নির্যাতন এবং ভিডিওচিত্র ধারণ ও প্রকাশের ঘটনার মূলহোতা সন্ত্রাসী দোলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে ধর্ষণ মামলায় পাঁচ দিন রিমান্ড শেষে আবার জেলহাজতে পাঠিয়েছে আদালত।
গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তকারী কর্মকর্তা তাকে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাশফিকুল হকের আদালতে হাজির করা হলে আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে পিবিআইর নোয়াখালীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি জানান, ঐ নির্যাতিতা নারী দোলোয়ার ও তার প্রধান সহযোগী আবুল কালামকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। সে মামলায় দেলোয়ারকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল আদালতে হাজির করা হয়।
তিনি আরো জানান, এ মামলার অপর আসামি কালামকেও পাঁচ দিন রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর সোমবার বিকালে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।