মার্কিন যুক্তরাষ্ট্রে তদন্তের মুখোমুখি হতে যাচ্ছে ফেসবুক

হাওর বার্তা ডেস্কঃ ফেসবুক শিগগিরই যুক্তরাষ্ট্রে তদন্তের মুখে পড়তে পারে। এ তদন্তের নাম অ্যান্টিট্রাস্ট। অ্যান্টিট্রাস্ট হচ্ছে ‘প্রতিযোগিতার ক্ষেত্রে ফেসবুক কোনো ঝুঁকি কিনা এ বিষয়টি খতিয়ে দেখা। এটি নভেম্বরে হতে পারে। নির্ভরযোগ্য চারজনের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

ডিজিনেট জানায়, এজন্য সম্প্রতি ফেডারেল ট্রেড কমিশন গোপন বৈঠকে মিলিত হয়। সেখানে নিউইয়র্কের সরকারি আইনবিদ লেটিশিয়া জেমসের নেতৃত্বে স্টেট অ্যাটর্নি জেনারেলরা ফেসবুকের বিভিন্ন সময়ে ভুমিকা কেমন সেটি বিবেচনায় আনার প্রস্তাব করেন। তদন্তের সময়সীমা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। এছাড়া খবরে আরও বলা হয়, অ্যাটর্নি জেনারেলরা অভিযোগ তৈরির প্রায় শেষ পর্যায়ে রয়েছেন।
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর