হাওর বার্তা ডেস্কঃ স্পেনে করোনা ভাইরাসের বিস্তার বাড়ায় তা নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারি করেছে সরকার। একইসঙ্গে রাত্রিকালীন কারফিউও দেওয়া হয়েছে।
রবিবার দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানান, রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবত্ থাকবে। রবিবার থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। জরুরি অবস্থার ঘোষণা অনুযায়ী, আঞ্চলিক সরকারগুলো ভ্রমণ নিষেধাজ্ঞাও জারি করতে পারবে। জরুরি অবস্থা ও কারফিউ আপাতত ১৫ দিনের জন্য হলেও তা বাড়িতে ছয় মাস করতে পার্লামেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
চলতি বছরের শুরুতে করোনা ভাইরাসের ধাক্কায় ইউরোপের যে কয়টি দেশ ক্ষতির মুখে পড়ে তার মধ্যে অন্যতম স্পেন। সংক্রমণ নিয়ন্ত্রণে দেশটি কঠোর লকডাউন আরোপ করেছিল। কিন্তু করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, পরিস্থিতি চরম খারাপের দিকে যাচ্ছে। এটা গত অর্ধশতাব্দীর মধ্যে সবচেয়ে গুরুতর অবস্থা। তবে এখনই দ্বিতীয়বারের মতো লকডাউনে যাচ্ছে না সরকার।