ঢাকার তারকারা যুক্ত হচ্ছেন রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে। এরই মধ্যে রিয়াজ, শাফিন আহমেদ, ঈশিতা, অপূর্ব, মিলন মাহমুদ ও এলিটা। অভিনয়ে তো ঈশিতা খুবই ভাল করে দর্শকদের মন কেড়েছেন। তাই ভক্তরা জানতে চাইছেন, কেমন চলছে তার এ ব্যবসা। ঈশিতার রেস্তোরাঁতে কী ধরনের খাবার আছে? কেনই বা এ ব্যবসায় এলেন তিনি?
ঈশিতার রেস্তোরাঁয় আছে দেশি–বিদেশি নানা ধরনের খাবার। আর এখানে ভিড় লেগেই আছে। তারকার রেস্তোরাঁ বলে কথা।
ঈশিতা তাঁর ‘হোয়াই নট’ রেস্তোরাঁ নিয়ে বললেন, ‘জায়গা ছোট, তবে আমার এখানে খাবার অনেক ভালো।’
জানালেন, তাঁর এখানে দেশি-বিদেশি দুই ধরনের খাবারই আছে। বনানীর যেখানে রেস্তোরাঁটি, তার আশপাশে রয়েছে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। আছে অনেকগুলো অফিস। সাত মাসের অভিজ্ঞতা থেকে আগামী ফেব্রুয়ারিতে ঈশিতা আরও কিছু দেশি নতুন খাবার যুক্ত করছেন। ব্যবসা বেশ ভালই চলছে বলে জানালেন ঈশিতা।
ঈশিতা নিজে কি খুব ভালো রাঁধেন? বললেন, ‘মোটামুটি। নিজের জন্য যতটুকু প্রয়োজন, ততটুকুই। তবে দেশি খাবার বেশি রান্না করি।’