আগামী মার্চ মাসের শেষ দিকে দেশের ৬০০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
আজ মঙ্গলবার বিকালে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
নির্বাচন কমিশনার জানান, দেশে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা সাড়ে চার হাজারেরও বেশি। যে ইউনিয়ন পরিষদগুলোর মেয়াদ মার্চের মধ্যে শেষ হবে কেবল সেগুলোতেই প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি জানান, এ বছরই প্রায় সব ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হবে। নির্বাচন কমিশনের লক্ষ্য চলতি বছরে সব ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করা।