বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বৈঠক নিষ্ফল হয়েছে বলে জানা গেছে। কারণ মঙ্গলবারের এ বৈঠকটি শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট ইস্যু না হওয়ায় শিক্ষকদের কোনো ধরণের আশ্বাস দিতে পারেননি তিনি। ফলে চলমান কর্মবিরতির আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।
তবে ফলপ্রসূ একটি সমাধানে আসতে শিক্ষামন্ত্রী কাজ করে যাচ্ছেন বলে জাগো নিউজকে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। আন্দোলনের বিষয়ে আজকের বৈঠকেও শিক্ষামন্ত্রীকে অবহিত করা হয়েছে। তিনি যেহেতু শিক্ষা সম্পৃক্ত বিষয়ে কাজ করে থাকেন, সেহেতু তার সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে। তার মন্ত্রণালয় সম্পৃক্ত ইস্যু না হওয়ায় তিনি চাইলেও কিছু করতে পারেন না। তবুও বিষয়টির সমাধানের জন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছেন। যেন একটি শান্তিপূর্ণ সমাধানে আসা যায়।
তবে এখনো পর্যন্ত শিক্ষকদের দাবি ধাওয়া পূরণ করে গেজেট প্রকাশ না করায় চলমান কর্মবিরতির আন্দোলন অব্যাহত থাকবে।