হাওর বার্তা ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্যান্য আসামির বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনে শুনানির দিন পিছিয়ে আগামী ১৮ নভেম্বর নির্ধারণ করেছেন আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু আসামি পক্ষের আইনজীবীরা শুনানি পেছানোর আবেদন করেন। পরে ঢাকার বিশেষ আদালত-৩-এর ভারপ্রাপ্ত বিচারক নজরুল ইসলাম আবেদন মঞ্জুর করে নতুন এই দিন ধার্য করেন।
খালেদা জিয়ার আইনজীবী জিয়াউদ্দিন জিয়া এসব তথ্য জানান।