হাওর বার্তা ডেস্কঃ
তুমি মানুষ হলে
নরপশু হতে পারতে না
ধান্ধাবাজ,বাটপার,দুর্নীতিবাজ
নির্দয় নির্মম হত্যাকারি
হতে পারতে না।
তুমি মানুষ হলে
শান্তির পতাকা হাতে
মানবীয় মূল্যবোধের চর্চ্চা করতে
শান্তি সুখের অমর বাণী
ঘরে ঘরে পৌঁছে দিতে।
তুমি মানুষ হলে
তোমার গর্ভধারি মা
বোন,যে কোন নারীর
ইজ্জত নিয়ে চিনিমিনি খেলতে না
ধর্ষক হতে পারতে না।
তুমি মানুষ হলে
স্বরণীয় বরণীয়
মহমানবের
দীক্ষা নিতে
আর্তমানবতার সেবায় হাত খুলে
পাশে দাঁড়াতে।
ভেবে পাই না কি করে গেলে ভুলে
সৃষ্টির সেরা জীব মানুষ তুমি
কি করে হলে ধর্ষক, প্রতারক
নিকৃষ্ট পশুরুপী দানব।
লেখকঃ ড. গোলসান আরা বেগম কবি,কলামিষ্ট, সিনেট সদস্য