জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে সম্মান প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হবে। ১ ডিসেম্বর ক্লাস শুরু করা হবে। ২০১৬ সালের নভেম্বর-ডিসেম্বরে এ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করা হবে।
সোমবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবনের সিনেট হলে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের ৮২তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা সূত্র জানায়, এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম থেকে সেশনজট দূর করতে সভায় বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে অন্যতম সিদ্ধান্ত হলো- এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরুর আগেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পন্ন করা হবে। সে মোতাবেক আগামী ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম ১ অক্টোবর শুরু হবে। এই সেশনে ভর্তি হওয়া শিক্ষাথীদের ক্লাস শুরু করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের গাজীপুরের মূল ক্যাম্পাসে দেড় বছর মেয়াদী ‘মাস্টার অব এডভান্সড স্টাডিজ ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স’ বিষয়ে স্পেশাল মাস্টার্স ডিগ্রী প্রোগ্রাম চালু করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার একাডেমিক কাউন্সিলের এ সভায় অংশ নেন ইউআইটিএসের প্রোভিসি অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর স্বপন কুমার ঢালী, কুড়িগ্রাম ল কলেজের অধ্যক্ষ আব্রাহাম লিংকন, প্রফেসর ড. গাজী সালেহ উদ্দিন, ঢাকা অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান, প্রফেসর মোঃ আবদুস সালাম হাওলাদার, তেজগাঁও কলেজের অধ্যক্ষ আব্দুর রশীদ, প্রফেসর ফজলুল হক, ঢাকা কলেজের অধ্যক্ষ তুহিন আফরোজা আলম, দিনাজপুর আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ খালেকুজ্জামান, প্রফেসর ফজলুল হক, প্রফেসর ডালিয়া আহমেদ প্রমুখ।
এছাড়াও সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আসলাম ভহৃঁইয়া, প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ নোমান উর রশীদ ও ডিনবৃন্দ উপস্থিত ছিলেন।