হাওর বার্তা ডেস্কঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগ আদেশ দেয়া হয়।
প্রজ্ঞাপনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান পরিচালক কর্নেল মো: নাজমুল হককে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন পূর্বক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হককে তদস্থলে নিয়োগ দেয়া হয়েছে।
পৃথক আরেক প্রজ্ঞাপনে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মহসিনকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে।