হাওর বার্তা ডেস্কঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় দুই অটোরিকশার সংঘর্ষে চারজন আহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে রাঙ্গুনিয়া সরকারি কলেজগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন- যাত্রী রহিমা বেগম (২২) ও অটোরিকশাচালক মো. হারুন (৪০)। আহত অটোরিকশাচালক হারুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত রহিমা বেগমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, চট্টগ্রাম কাপ্তাই রাস্তার মাথা থেকে রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা অভিমুখে একটি সিএনজিচালিত অটোরিকশা রাঙ্গুনিয়া সরকারি কলেজগেট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি অটোরিকশা সড়কের পাশে খাদে পড়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাহেরাতুল আশরাফী বলেন, অটোরিকশাচালককে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত নারীর মুখের এক পাশে ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরাও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।