হাওর বার্তা ডেস্কঃ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক আজ। চলমান পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে এ বৈঠক হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শনিবার বিকালে অনুষ্ঠেয় এ বৈঠকে লন্ডন থেকে যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জানা গেছে, ঢাকা-১৮ আসনের উপনির্বাচন ঘিরে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে যে কোন্দল সৃষ্টি হয়েছে- তা নিরসনে নেতারা আলোচনা করবেন। এছাড়া সাংঘর্ষিক পরিস্থিতি এবং সরকারের সার্বিক কার্যক্রম নিয়েও পর্যালোচনা হবে বৈঠকে।