হাওর বার্তা ডেস্কঃ প্রবল বর্ষণে পানিতে ভাসছে গোটা রংপুর নগরী। পানিবন্দি হাজার হাজার মানুষ।
স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার ভোর ছয়টা থেকে আজ রোববার সকাল ৯টা পর্যন্ত গেল ত্রিশ ঘণ্টায় ৪৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর ১৪৮টি পাড়া-মহল্লা। অনেক সড়কে হাটু সমান পানি। এছাড়া পানি ঢুকেছে বাড়িঘর-দোকানপাটে।
রাত থেকে বিদ্যুৎ সরবরাহও বিঘ্নিত হচ্ছে। সবমিলিয়ে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন রংপুর নগরবাসী। এজন্য শ্যামাসুন্দর খাল ভরাট ও ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়াকে দায়ী করেছেন তারা।