ছয় জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার রাষ্ট্র্রপতির আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পারসোনাল-২ শাখার উপসচিব এ কে এম ফজলুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য অধিদফতরে কর্মরত সহকারী পরিচালককে (আইন) চাপাইনবাবগঞ্জের সিভিল সার্জন পদে নিয়োগ প্রদান করা হয়েছে। এছাড়া সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. দেবপদ রায়কে হবিগঞ্জ, মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ অ্যান্ড নিউট্রেশনের (আইপিএইচএন) অ্যাপ্লাইড নিউট্রিশনিস্ট ডা. পীতাম্বর রায়কে সিরাজগঞ্জ, স্বাস্থ্য অধিদফতরে ওএসডিকৃত (সংযুক্ত টাঙ্গাইল) ডা. তারেক আল শফিকে নড়াইল ও সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ, চলতি দায়িত্ব), বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য কার্যালয়) বরিশাল, ডা. জসিমউদ্দিন হাওলাদারকে জয়পুরহাট ও বরিশাল আগৈলঝড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. সেলিম মিয়াকে পটুয়াখালীর সিভিল সার্জন (চলতি দায়িত্ব) পদে নিয়োগ দেয়া হয়।