৯ দিন পর শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল শুরু

হাওর বার্তা ডেস্কঃ মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে নাব্য সঙ্কট এবং তীব্র স্রোতের কারণে বন্ধ ছিল ফেরি চলাচল। দীর্ঘ ৯দিন পর ফেরি চলাচল শুরু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৬টা থেকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়। শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে অর্ধশত যানবাহন।

বিআইডব্লিউটিসি মাওয়া ম্যানেজার (বাণিজ্য) মো. সাফায়াত হোসেন জানান, সকাল থেকে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে। চ্যানেল দিয়ে রো রো ফেরি চলাচলের উপযোগী না হওয়ায় এরুটে রো রো ফেরি বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শিমুলিয়া ৩ নম্বর ঘাট এলাকায় দেখা দেয় পদ্মার আকস্মিক ভাঙন। ভাঙনে মুহূর্তেই নবনির্মিত পদ্মা নামের একটি খাবারের হোটেলসহ একাংশ নদী গর্ভে বিলীন হয়ে যায়। এবং কয়েকটি জায়গায় ফাটল দেখা দেয়। ভাঙন আতংকে শিমুলিয়া ৩ নাম্বার ফেরি ঘাট বন্ধ রয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর