ঘণ্টায় প্রায় ২৯ হাজার মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসছে বিশাল এক উল্কাখণ্ড। নাসার পক্ষ থেকে এই বিষয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, আমেরিকার জর্জিয়া প্রদেশের উপরে ছোট্ট একটি আলোকবিন্দু। আর তা ক্রমশ নিচের দিকে নেমে আসছে। আর তাই নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে হইচই।
শুধু হইচই পড়ে যাওয়া নয়, এই ছবি দেখার পরে কার্যত নড়েচড়ে বসেছেন নাসার গবেষকরাও। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, ওই সাদা আলোকবিন্দু আর কিছুই নয়, পৃথিবীর দিকে ধেয়ে আসা এক বিশাল উল্কাখণ্ড।
পরে হিসেব কষে তারা দেখেন ঘণ্টায় ২৯ হাজার মাইল বেগে তা ছুটে আসছে পৃথিবীর দিকে। যা ওই গতিতে আছড়ে পড়লে গোটা বিশ্ব ধ্বংস না হলেও বড়সড় ক্ষতি হবে বলেই মনে করা হচ্ছে।
তবে স্বস্তির বার্তা এটাই যে প্রতি ঘণ্টাতেই তার গতি কমছে ৯ হাজার মাইল করে। উল্কাপিণ্ডটির যৎসামান্য অংশ ভূমণ্ডল স্পর্শ করতে পারে বলে প্রাথমিক অনুমান বিজ্ঞানীদের। আপাতত এটির গতিপথের উপরে সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।