হাওর বার্তা ডেস্কঃ আজ ২৯ আগস্ট ২০২০, শনিবার, ১৪ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪২। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে, বছরের ২৪১তম (অধিবর্ষে ২৪২তম) দিন। বছর শেষ হতে আরো ১২৪ দিন বাকি রয়েছে।
আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-
উল্লেখযোগ্য ঘটনাবলী:
১৬১২: ভারতের সুরাটের যুদ্ধে ইংরেজদের কাছে পর্তুগিজদের পরাজয়।
১৬৫৫: সুইডেনের রাজা ক্যারেল ওয়ারশ দখল করেন।
১৭০৮: ইংরেজ সেনারা মেনোর্কা ও সারডিনিয়া দখল করে নেয়।
১৮২৫: পর্তুগাল স্বাধীন রাষ্ট্র হিসেবে ব্রাজিলকে স্বীকৃতি দেয়।
১৮৩১: মাইকেল ফ্যারাডে প্রথম বৈদ্যুতিক ট্রান্সফরমার প্রদর্শন করেন।
১৮৪২: আফিম যুদ্ধের অবসানে নানকিং চুক্তি স্বাক্ষরিত।
১৮৮২: ক্রিকেট খেলায় অ্যাসেজ ব্যবস্থা প্রবর্তন করা হয়।
১৯২২: প্রথম রেডিওতে বিজ্ঞাপন প্রচারিত হয়।
১৯৪৭: আজকের দিনে ভীমরাও রামজি আম্বেডকরকে ভারতীয় সংবিধান খসড়া সমিতির সভাপতি করা হয়।
১৯৪৯: সাবেক সোভিয়েত ইউনিয়ন প্রথমবার গোপনে পরমাণু বোমার পরীক্ষা চালায়।
১৯৫৬: খাদ্যের দাবিতে ঢাকায় ‘ভুখা মিছিল’ হয়।
১৯৭১: টাঙ্গাইলের সংলাপ পাড়ায় পাকিস্তানি সেনাবাহিনীর ওপর হামলা।
১৯৯১: সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির কার্যক্রম নিষিদ্ধ করে সংসদে প্রস্তাব গৃহীত হয়।
২০০৫: ক্যাটরিনা নামের হারিকেন আমেরিকার উপকূলে আঘাত করে। এতে কমপক্ষে দুই হাজার লোক মারা যায় এবং ক্ষয়ক্ষতি হয় ৮০ বিলিয়নের মতো।
আজ যাদের জন্মদিন:
১৩৮৭: ইংল্যান্ডের রাজা পঞ্চম হেনরি জন্মলাভ করেন।
১৬৩২: জন লক, প্রভাবশালী ইংরেজ দার্শনিক ছিলেন।
১৯০৫: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় হকি খেলোয়াড় ধ্যান চাঁদের জন্ম এই দিনেই।
১৯১৫: বিশ্বখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী ইনগ্রিদ বার্গমান।
১৯২৩: রিচার্ড স্যামুয়েল অ্যাটনবারা,ইংরেজ চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং উদ্যোক্তার জন্ম ইতিহাসের এই দিনটিতে।
১৯৫৮: এই দিনটিতে মার্কিন সঙ্গীতশিল্পী, গীতিকার এবং ড্যান্সার মাইকেল জ্যাকসন আফ্রিকান আমেরিকান পরিবারে।
এই দিনে মৃত্যুবরণ করেন যারা:
১৬০৪: মোগল সম্রাজ্ঞী হামিদা বানু বেগম এই দিনে মারা যান।
১৯৬০: জর্ডানের প্রধানমন্ত্রী হাজ্জা মাজালি আততায়ীর হাতে নিহত হন।
১৯৭৬: কাজী নজরুল ইসলাম, বাঙালি লেখক, সাহিত্যিক, বিদ্রোহী কবি ও বাংলাদেশের জাতীয় কবি।
১৯৮১: ড. হাসান জামান।
১৯৯৭: কংসারী হালদার, পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার তেভাগা আন্দোলনের খ্যাতনামা নেতা ও এক রাজনৈতিক ব্যক্তিত্ব।
২০০৩: ইরাকের অত্যন্ত জনপ্রিয় ও প্রভাবশালী ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোহাম্মদ বাকের হাকিম নাজাফ শহরে হযরত আলী(আ:) এর মাজার প্রাঙ্গণে জুমার নামাজ শেষে এক বোমা বিস্ফোরণে নিহত হন।
ছুটি ও অন্যান্য
> জাতীয় ক্রীড়া দিবস (ভারত)
> মিশরীয় বর্ষপঞ্জিকার প্রথম দিন
> পারমাণবিক পরীক্ষা বিরোধী আন্তর্জাতিক দিবস
> খনি শ্রমিক দিবস (ইউক্রেন)