হাওর বার্তা ডেস্কঃ সুন্দরবনে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে হেলাল হোসেন গাজী (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন চুনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
হেলাল হোসেন গাজী উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালি গ্রামের মোসলেম গাজীর ছেলে।
নিহতের ভাই আব্দুল মান্নান জানান, হেলাল হোসেন গাজী বুধবার সকালে চুনা নদী পেরিয়ে সুন্দরবনে মাছ ধরতে যায়। দুপুরের দিকে কোমরে জাল বেধে সাতরে লোকালয়ে ফেরার পথে সে নদীতে ডুবে যায়। আজ সকাল থেকে তাকে খোঁঁজাখুঁজির এক পর্যায়ে পরিবারের সদস্যরা চুনা নদীতে বড়শি দিয়ে টানতে থাকে। দুপুরের দিকে বড়শিতে হেলাল হোসেন গাজীর মরদেহ বেধে উঠে আসে। তার জালটি কোমরেই বাধা ছিল।
খবর পেয়ে বুড়িগোয়ালিনী নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, তীব্র ¯্রােতে জালের ভারে ডুবে গিয়ে হেলাল হোসেন গাজীর মৃত্যু হয়েছে।
সংবাদ শিরোনাম
সুন্দরবনে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে জেলের মৃত্যু
- Reporter Name
- আপডেট টাইম : ০৩:৩৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০
- ২০০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ