বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চলমান আন্দোলনে পাশে আছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষকদের যেকোনো ন্যায্য দাবি আদায়ে তিনি সহযোগিতা করবেন বলেও জানান।
আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান মন্ত্রী। ১ জানুয়ারি পাঠ্যপুস্তক উৎসব সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, আমি সবসময়ই শিক্ষকদের ন্যায্য দাবির পক্ষে। তাদের দাবিগুলো আমরা বিবেচনা করবো।
তিনি আরো বলেন, বেতনবৈষম্য নিয়ে শিক্ষকদের যে অভিযোগ এ ব্যাপারে তিনি ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে কথা বলেছেন, শীঘ্রই অর্থমন্ত্রীর সঙ্গেও কথা বলবেন তিনি।
মন্ত্রী জানান, বেতনবৈষম্য মন্ত্রিসভা কমিটি আবারও বৈঠকে বসবে। সেখানে শিক্ষকদের দাবিগুলো নিয়ে আলোচনা হবে।