পৌর নির্বাচনের প্রচারণা আগামীকাল সোমবারই শেষ হচ্ছে। আর বুধবার হবে ভোটগ্রহণ। বিধি অনুযায়ী, ভোটের ৩২ ঘণ্টা আগে প্রার্থীদের সব ধরনের প্রচারণা শেষ করতে হবে। তাই ২৮ ডিসেম্বর (সোমবার) দিবাগত মধ্যরাতে প্রার্থীদের সব ধরনের প্রচারণা বন্ধ করতে হবে। সেই সঙ্গে ভোট গ্রহণের শেষের পরবর্তী ৪৮ ঘণ্টাও কোনো মিছিল-শোডাউন করা যাবে না।
এ বিষযে ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব সামসুল আলম রোববার সকালে জাগো নিউজকে বলেন, মাঠ পর্যায়ে নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত যেসব কার্যক্রম করতে হবে তার বিস্তারিত নির্দেশনাসহ ১২টি পরিপত্র দেওয়া শেষ হয়েছে। এখন রিটার্নিং কর্মকর্তারা নিরাপত্তা নিশ্চিত করে ভোটের আয়োজন শেষ করবে।
তিনি আরো বলেন, বিধিলঙ্ঘন, অভিযোগসহ যদি কোনো বিষয়ে মাঠ কর্মকর্তারা সিদ্ধান্ত চায় তাহলে সে বিষয়ে সিদ্ধান্ত দেবে ইসি। এছাড়া বাকী সব বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের ক্ষমতা দেয়া রয়েছে। প্রচারের শেষ সময়ে বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতেও নির্দেশ দেয়া হয়েছে।