হাওর বার্তা ডেস্কঃ ইংল্যান্ড ক্রিকেটের ইতিহাসে প্রথম কোন স্পিনার হিসেবে ১৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন আদিল রশিদ। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে রেকর্ড গড়েন এই লেগ স্পিনার। সাউদাম্পটনে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট নিয়ে ১৫০ উইকেটের খাতায় নাম লেখান এ ইংলিশ বোলার।
মাঠের ২২ গজে ঘূর্ণি জাদুতে ব্যাটসম্যানদের কাবু করার চিরচেনা এক দৃশ্য। ব্যাটসম্যানদের জন্য এক আতংকের নাম স্পিন। একসময় মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্ন, অনিল কুম্বলেরা স্পিনার হিসেবে নিজেদের জাত চিনিয়েছেন।
১০২ ওয়ানডে খেলে ১৫০ উইকেট নেন আদিল রশিদ। এর আগে ইংল্যান্ডের সাবেক স্পিনার গ্রেমি সোয়ান ৭৯ ম্যাচে ১০৪ উইকেট নিয়েছিলেন।
এছাড়া ইংলিশ বোলারদের মধ্যে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটের মালিক জেমস অ্যান্ডারসন। যার ঝুলিতে ২৬৯টি উইকেটে। ড্যারেন গফ আছেন তালিকার দ্বিতীয় অবস্থানে। যার উইকেট সংখ্যা ২৩৪টি।
এছাড়া স্টুয়ার্ট ব্রড ১৭৮টি, অ্যান্ড্রু ফ্লিনটফ নিয়েছেন ১৬৮টি উইকেট। এদের পরেই অবস্থান আদিল রশিদের।