বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য অষ্টম জাতীয় বেতন কাঠামোতে অর্থমন্ত্রীর প্রতিশ্রুতিসমূহ পূরণ ও সকল অসঙ্গতি দূরীকরণের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষক সমিতির শিক্ষকরা আজ রবিবার এক সংবাদ সম্মেলন করে।
রবিবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. খন্দকার শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, সোনালি দলের সভাপতি অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং ফেডারশনের অন্যান্য নের্তৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে ড. খন্দকার শরীফুল ইসলাম বলেন, অর্থমন্ত্রী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারশনকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা কোনোভাবেই বেতন স্কেলে বাস্তবায়িত হয়নি। আমরা চাই অর্থমন্ত্রী যেন তার প্রতিশ্রুতি রক্ষা করে শিক্ষকদেরকে আগের মর্যাদা ফিরিয়ে দেন।